গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় শুক্রবার সকালে এভারগ্রীন পরিবহনের চাপায় আয়দন বিবি (৪৫) নারী পোষাক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় এবারগ্রীণ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-২৮৯৯) বাস ও তার চালককে আটক করেছে পুলিশ।
নিহত নারী হলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছিরহাইল গ্রামের জাকির হোসেনের স্ত্রী। ওই নারী ঢাকার আশুলিয়া থানাধীন জিরানী পুকুর পাড় এলাকায় নিজামউদ্দিন এর বাড়িতে ভাড়া থেকে দৈনিক হাজিরায় মাটি কাটার কাজ করতেন।
আটককৃত চালক হলেন, বরিশালের উজিরপুর থানার বড়কোঠা গ্রামের জাহেদ আলীর ছেলে শাওন মিয়া (৩১) তিনি দক্ষিণবঙ্গ গামী এভারগ্রীন পরিবহন এর চালক।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে মাটি কাটার কাজ করার উদ্যেশে জিরানি থেকে বোডঘর এলাকায় যাচ্ছিলেন আয়দল বিবি। এদিকে বোডঘর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় চন্দ্রা থেকে ছেড়ে আসা এভারগ্রীন পরিবহনের বাস চাপা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশকে বিষয়টি জানালে হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে নাওজোর হাইওয়ে পুলিশ।
এ ঘটনার সময় ঘাতক বাস ও চালককে আটক করে রাখে স্থানীয়রা। পরে নাওজোর হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও তার চালককে আটক করে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে নিহতের মেয়ের জামাই মামুন মিয়া বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে স্বজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
নাওজোর হাইওয়ে থানার এস আই শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও তার চালক আটক রয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা রজু হয়েছে।