মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকালে শহরের মোস্তাফাপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিলসহ কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। একে একে শিক্ষার্থীরা শহরের মস্তোফাপুর মহাসড়ক জড়ো হতে থাকে। এ সময় তারা কোটা সংস্কারে দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিল শুরুর হবে সেই মুহূর্তে শহর থেকে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের একটি মিছিল বের হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা সেই মিছিলের সামনে থেকে লাঠি হাতে নিয়ে ধাওয়া পালটা ধাওয়া করেছে। পরে পুলিশের বাধা দেয়াড় পরেও ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
এসময়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। হামলায় সময় তারা শিক্ষার্থীদের এলোপাতাড়িভাবে পেটাতে থাকে সেই সাথে তাদের ফেস্টুন ছিড়ে ফেল। একসময়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করতে করতে শহরের দিকে চলে যায়। এখন ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ হামলায় আন্দোলনকারী ৫ জন শিক্ষার্থী আহত হন।