মাদারীপুর

একারপক্ষে একটি দেশ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব নয়: শাজাহান খান

মাদারীপুর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, একার পক্ষে একটি দেশ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব নয়। এজন্য সকল ধর্মের মানুষের, সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। ভুলত্রুটি সংশোধন করে সঠিক রাস্তা উদ্‌ঘাটন করে, সেই রাস্তায় অগ্রসর হলে বঙ্গবন্ধুর সোনারবাংলা প্রতিষ্ঠা হবে। ক্ষুধা-দারিদ্রমুক্ত ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

শাজাহান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশ আজকে এগিয়ে চলছে উন্নত বাংলাদেশের দিকে। একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলে মিলে কাজ করতে হবে। যত অন্যায় পাপ, ভুল-ত্রুটি সব ত্যাগ করে, রাজনৈতিক জীবন থেকে শুরু করে ব্যক্তি ও সামাজিক জীবনে সকল দিক থেকে হিংসা-বিদ্বেষ ভুলে একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য প্রতিজ্ঞা সবার থাকতে হবে।

জানা যায়, সোমবার (১৭ জুন) সকাল ৭টায় পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাত ও নামাজ পড়ান পৌরসভা কমপ্লেক্স মসজিদের ইমাম আলহাজ মাওলানা রুহুল আমিন। পরে পৌনে আটটায় দ্বিতীয় নামাজ পড়ান জেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হাবিবুল্লাহ। ঈদের প্রথম জামাতে সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলসহ দেশ ও জাতির শান্তির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। নামাজ শেষে মুসল্লীরা বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ নিজের মধ্যে ভাগাভাগি করে নেন। এ সময় ঈদের নামাজকে ঘিরে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মুসল্লীদের সাথে ঈদের নামাজ আদায় করেন আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলার পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আসিবুর রহমান খানসহ রাজনৈতিক-সামাজিক বিভিন্ন শ্রেণীর পেশার জনগনণ।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

দ্বারা
মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর জেলা প্রতিনিধি

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker