জামালপুরের সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রণরামপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠে সকাল ৮:৩০ মিনিটে ঈদুল আযহার জামাতের সময় পূর্ব নির্ধারিত ছিল।
ইমাম বয়ান শেষ করার পর নামাজ শুরুর পূর্বে ঈদগাহ মাঠের সভাপতি বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে সেচ্ছায় পদত্যাগ করার জন্য বক্তব্য প্রদানকালে মাঠের জমি দাতা ও উন্নয়নে সহযোগিতাকারীদের নাম প্রকাশের সময় এক পক্ষের নাম না প্রকাশ করায় বাধে বিপত্তি। জমিদাতা পক্ষের লোকজন নাম প্রকাশ না করায় সভাপতিকে বার বার বলতে থাকেন আপনি সবার নাম কেন বললেন না? এই দিকে কুরবানির ঈদ হওয়ায় নামাজের সময় দেরি হচ্ছে দেখে মুসল্লীরা ক্ষেপে যান। এতেই জমিদাতা পক্ষ ও মুসল্লীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ঈদগাহ কমিটি পক্ষ মুসল্লীদের শান্ত করেন এবং পূর্ব নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর ইমাম ঈদের জামাত শুরু করেন।