মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দ বিষাদে
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে ঈদের দিন বিকেলে পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম হামজা।
মাদারীপুরে পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) ঈদের দিন বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হামজা নামের শিশুটি ওই এলাকার ফরহাদ বেপারীর ছেলে।
জানা গেছে, শিশু হামজা ঈদের দিন বিকেলের দিকে খেলছিল। খেলতে গিয়ে একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখের আড়ালে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বেশ কিছু সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে পুকুর পানিতে ভাসতে দেখতে পায় শিশু হামজাকে। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারটিতে। সেই বাড়িতে ঈদের আনন্দ রূপ নেয় বিষাদে!
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান:
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”