ঢাকা উত্তরের ৮৫ শতাংশ কোরবানির বর্জ্য অপসারণ: ডিএনসিসি প্রশাসক
ঈদুল আজহার প্রথম দিনেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮৫ শতাংশ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এই তথ্য জানিয়েছেন।
ঈদুল আজহার প্রথম দিন সন্ধ্যার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৮৫ শতাংশ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার (৭ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, “কোনো ওয়ার্ডেই শতভাগ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি। তবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ময়লা পড়ে নেই। প্রধান সড়কগুলোর পাশে সব ময়লা আমরা পরিষ্কার করেছি।” তিনি উল্লেখ করেন, এরই মধ্যে সাত হাজার ৮০০ টন বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং করা হয়েছে, যা কোরবানি উপলক্ষে উৎপন্ন হওয়া বর্জ্যের প্রায় ৮৫ শতাংশ।
প্রশাসক এজাজ আরও জানান, বর্জ্য অপসারণের এই কার্যক্রম আগামী তিন দিন পর্যন্ত চলমান থাকবে। এর মধ্য দিয়ে অবশিষ্ট বর্জ্য এবং ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনের কোরবানির বর্জ্যও অপসারণ করা হবে।