গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত এলাকায় শুক্রবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ,দেশ নায়ক তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মীসভা ও লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে ।
পৌর ৭নং ওর্য়াড বিএনপির আয়োজনে ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল এর সভাপতিত্বে ও ওর্য়াড যুবদলের সভাপতি সভাপতি রিয়াজুল আলম রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মো: হুমায়ুন কবির খান।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আখতার উজ জামান,পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম দেওয়ান,জেলা বিএনপির সহ সভাপতি মোখলেছুর রহমান,সহ সভাপতি হযরত আলী মিলন,জেলা বিএনপির সদস্য খন্দকার দিদারুল ইসলাম পাভেল,মোঃ সাহাবুল্লাহ ,পৌর বিএনপির সহ সাধারন সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন প্রমুখ ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।পরে উপস্থিত নেতাকর্মী ও পথচারীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরন করা হয় ।