ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল মোবাইল ও নেশা ছেড়ে মাঠে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোডমিল এলাকায় পূব চান্দরা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট । শুক্রবার সকালে পূর্ব চান্দরা স্পোটিং ক্লাব খেলার মাঠে এর শুভ উদ্বোধন করেন পৌর ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিরল সারোয়ার হোসেন আকুল ।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহামেদের সভাপতিত্বে ও সারোয়ার হোসেন আকুলের আয়োজনে টি টুয়েন্টি ক্রিকেট খেলা উদ্বোধনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহামেদ. সফিপুর জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আজিজুল ইসলাম ,জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসিনা আক্তার জাহান বিথী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম , সাবেক পৌর কাউন্সিলর আহাদ আলী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবারের টানার্েেমন্টে ৮ বিভাগীয় জেলার ৮ টি ক্রিকেট দল খেলায় অংশ নিবেন ।উদ্বোধনের প্রথম দিনে এমএসকে স্পোটিং ক্লাব ঢাকা বনাম স্ব শক্তি ক্রিড়া সংগঠন রংপুর অংশ নেয় ।