সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াও বাংলাদেশ এই প্রত্যয় সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে শান্তি ও সম্প্রীতি র্য্যালি অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ কুমিল্লায় হিন্দু ধর্মালম্বি শারদীয় দূর্গাপুঁজায় মন্ডপে মূর্তির পায়ে পবিত্র কুরআন শরীফ রেখে পুজাঁ করায় সারাদেশ ব্যপি তুলপার হওয়ায় দেশের প্রায় স্থানেই পুজাঁ মন্ডপ ভাংচুরসহ হিন্দু ধর্মালম্বীদের বাস্থানে সন্ত্রাসী হামলা চালায় দুঃস্কৃতি কারীরা। এরি মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। সারা দেশে এমন সহিংসতা প্রতিরোধে দেশব্যপি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে শোভাযাত্রা করা হয়েছে। সারা দেশের ন্যায় কালিয়াকৈর উপজেলা বাসস্ট্যান্ডে এলাকায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মুরাদ কবির, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ ও পৌর মেয়র পদপ্রার্থী সম্পাদক শিকদার মোশাররফ হোসেন, এসম উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও পৌর মেয়র পদপ্রার্থী হারুন অর- রশীদ সিকদার, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক লাবিব আহমেদ, মৌচাক ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব সিকদার, সাধারণ সম্পাদক এড বেলালী,সহ আ,লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।এসময় শোভাযাত্রাটি উপজেলার সফিপুর বাজার এলাকা থেকে শুরু হয়ে কালিয়াকৈর উপজেলা বাসস্ট্যান্ডে এলাকায় এসে পথসভার আলোচনার মাধ্যমে শেষ হয়।
Subscribe
Login
0 Comments
Oldest