জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ কে সামনে রেখে নানা ধরনের কর্মসূচি পালন করছে গাজীপুর রিজিয়নের সালনা হাইওয়ে থানা পুলিশ।এদিকে মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে এরি মধ্যে অক্টোবর মাসের ০১ তারিখ হইতে ১৫ তারিখ পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সালনা হাইওয়ে থানার নির্ধারিত এলাকা হতে ৩৫৫ টি চলাচল নিষিদ্ধ ব্যটারী চালিত থ্রী হুইলার (রিকসা ও ভ্যান) আটক করে হাইওয়ে পুলিশ। পরে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৮৯(২) ধারায় প্রসিকিউশন প্রদান করে পস মেশিনের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।যার পরিমাণ প্রায় ৯ লক্ষ টাকা। এছাড়াও নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সালনা হাইওয়ে থানার পুলিশ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ২০ টি সাইনবোর্ড স্থাপন, যানবাহনের চালক ও হেলপারদের মাঝে লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শনী, গুরুত্বপূর্ন স্থানে জনসচেতনতা মুলক অডিও/ভিডিও প্রচার সহ মাইকিং এবং যাত্রীদের সেবা ডেক্স তৈরী করা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ। এই বিষয়ে সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর গোলাম ফারুক জানান যে, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষ্যে পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়ন স্যারের দেওয়া বিভিন্ন দিক নির্দেশনা অনুসারে কাজ করছে সালনা হাইওয়ে থানা পুলিশ। স্যারের নির্দেশ মতে আগামী ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালী সহ আলোচনা সভা করা হবে চন্দ্রা মোড়ে এবং গাড়ীর চালক ও হেলপারদের মাঝে লিফলেট বিতরণ, প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শনী, ক্যাপ বিতরণ, টি শার্ট বিতরণ করা সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে।
Subscribe
Login
0 Comments
Oldest