গাজীপুরের কোনাবাড়ি কড্ডা এলাকায় গত বৃহস্পতিবার রাতে আজমেরী পরিবহনের যাত্রীবাহী বাসে এক নারী(২৩) পোষাক শ্রমিককে গণ র্ধষনের চেষ্টা ও ভিডিও ধারন করে বøাক মেইল এর ঘটনায় ওই বাসের দুই হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন গাজীপুরের কাশিমপুর থানার এনায়েতপুর এলাকার নাইম মিয়ার ছেলে শাহেদ আলী(১৮) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাচটেক গ্রামের খাইরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম(১৭) ।
এ ঘটনায় মুল হোতা বাসের চালক শাকিল হোসেন(২৭) ও বাস কন্টাক্টও বাংচ্ছু মিয়া পলাতক রয়েছেন ।এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী কোনবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় গত বৃহস্পতিবার রাতে আজমেরী বাসে টঙ্গীর চেরাগ আলী থেকে কোনাবাড়ী যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেন ওই ভুক্তভোগী নারী ।
পথিমধ্যে ভোগরা বাইপাশ এলাকায় বাসটি জ্যামে পড়ার কারনে অন্যন্য যাত্রীরা বাস থেকে নেয়ে যায় ।পরে বাসটি কোনাবাড়ির কড্ডার ময়লার স্তুপ এলাকায় আসলে নারীকে বাসে একা পেয়ে ধষনের চেষ্টার করেন বাস চালক ও হেলপাররা এসময় বাসের কন্টাক্টও বাংচ্ছু মিয়া তার মোবাইল ফোনে ভিডিও ধারন করে নেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেন ।পরে রাতেই আসায় ফিরে ওই নারী তার স্বামীকে বিষয়টি জানালে রাতেই কোনবাড়ি থানায় মামলা দায়ের করেন ওই নারী ।
এদিকে শুক্রবার সকালে ওই নারীর আত্বীয় স্বজনরা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এসে বাসটি সনাক্ত করেন ।এসময় বাসে থাকা দুই হেলপাকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী ।খবর পেয়ে বাসটি জব্দসহ দুইজন কে গ্রেফতার করেন কোনবাড়ি থানা পুলিশ । কোনবাড়ী থানার এস আই পাপন জানান দুইজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে ।ঘটনার সাথে জরিত বাকীদেও গ্রেফতার চেষ্টা অব্যহত আছে ।