গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ২নং ওর্য়াড লৌহাকৈর পূর্বটপাড়া এলাকায় শুক্রবার দুপুরে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় নারী শিশুসহ ৭জন আহত হয়েছে ।এ ঘটনায় খবর পেয়ে দুই হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছে কাশিমপুর মেট্রো থানার পুলিশ । এ ঘটনায় আহত আকলিমা বেগম(৫২ ) বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জনের নামে একটি মামলা দায়ের করেছেন ।
অভিযুক্তরা হলেন কাশিমপুর থানার লৌহাকৈর র্পূবপাড়া এলাকার জয়নাল সিকদারের ছেলে রেজাউল করিম(৪০),ওহেদ আলীর ছেলে স্বপন মিয়া(৩৫),মৃত সামশুদ্দিনের ছেলে জাকির হোসেন(৫৫),বদও উদ্দিন সিকদারের ছেলে রাশিদুল ইসরাম(৪২),আজিজ উদ্দিনের ছেলে রবিউল(২২) ও মৃত ইয়াদ আলীর ছেলে মামুন হোসেন (৩৫) ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় আকলিমা বেগম ও তার তিনবোন মায়ের মৃত্যু পর নানার বাড়ির ওয়ারিস সম্পতি ৮ শতাংশ জমি বাড়িঘর করে ভোগ দখল করে আসছেন। এদিকে গত কয়েকদিন আগে বাড়ির সিমানা প্রাচির ভেঙ্গে গেলে সেটা শুক্রবার দুপুরে সকালে মেরামত করতে গেলে আকলিমা বেগমের মামাতো রেজাউল করিম তাদের নিজেদের জমি দাবি করে র্নিমানে কাজে বাধা দেন এবং জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশ আনেন পুলিশ উভয় পক্ষকে নিজ নিজ জমির দলিল নিয়ে থানায় যোগাযোগ করার জন্য বলে ঘটনাস্থলে চলে যান পুলিশ ।
এ ঘটনার আধা ঘন্টাপর আকলিমা বেগম ও বোন .বোন জামাতা নিয়ে চলে যাওয়ার সময় পথে তাদের প্রইভেট কারে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় রেজাউল করিম ও তার লোকজন ।এসময় ওই প্রাইভেট কার চালক রায়হান আলমকে কুপিয়ে জখম করে ও গাড়ি ভাংচুর করে গাড়ির ভিতরে থাকা আকলিমা বেগম তার বোন শরিফা বেগম(৪০),ভাগ্নিআশা আক্তার(৩০),আইরিন আক্তার(২৫) ,
ও নাতি সানজিদ আলম(২) আরিয়ান (৮) জখম হলে আহতদের ডাক চিৎকার আসে পাশের লোকজন চলে আসলে হামলাকারীরা মেরে ফেলার ভয় দেখিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।পরে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপতালে চিকিৎস্যা দেয়। এসময় খবর ফের পুলিশ ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে দুইজন কে আটক করেন ।
কাশিমপুর থানার উপ-পরির্দশক শিবলু হাসান বলেন এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।