গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার হাতিমারা এলাকায় মঙ্গলবার সকালে মামা শ্বশুরের বাড়ীতে ভাগনী জামাতার উপর হামলা ও বেধরক মারধর করার অভিযোগ উঠেছে। আহত ভাগনী জামাতা দেলোয়ার হোসেন সিকদার কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকায় মৃত-শফিউদ্দিন সিকদারের ছেলে। স্থানীয়রা আহত অবস্থায় ঐ ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। ঐ ঘটনায় মামা শ্বশুর নওশের খান (৬৫), কহিনুর খান (৩২) সহ পাঁচজনে নাম উল্লেখ্য করে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও অভিযোগে জানা যায়, কাশিমপুর থানার গোবিন্দপুর মৌজার ১০ শতাংশ জমি আরএস রের্কড মুলে আহত দেলোয়ার হোসেনের স্ত্রী তানিয়া সুলতানার মা জরিনা খানম কাছ থেকে মালিক হয়ে দখলদার অবস্থায় রয়েছে। ওই এলাকায় বর্তমানে বিআরএস রেকর্ড চলমান রয়েছে।
মঙ্গলবার সকালে রেকর্ড অফিসার ওমর ও আলম দেলোয়ার হোসেন নিয়ে ওই জমি বিআরএস রেকর্ডে অন্তর্ভূক্তি করার জন্য পরিদর্শনে যায়। সেখানে কহিনুর খা (৩২), আমিনুর(৩৫), খুশি (৩০), নওশের খা (৫৫) সহ ১০/১২জন লোক দলবদ্ধভাবে লাঠিসোটা নিয়ে দেলোয়ারে স্ত্রীর জমিতে যেতে বাধা প্রদান করে। দেলোয়ার প্রতিবাদ করলে তারা তার শার্টের কলার ধরে টানা হেচড়া করে। চড় থাপ্পর ও লাথি মেরে আহত করে।
তারপর দেলোয়ার হোসেন জীবন রক্ষার্থে প্রাইভেট কারে উঠে গেলে তাকে গাড়ী থেকে টেনে হেচরে নামিয়ে মারধর করে এবং আটকে রাখে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে ছেড়ে দিয়ে গা ঢাকা দেয়।
কাশিমপুর থানার ডিউটি অফিসার নিলুফার ইয়াছমিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।