গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা – টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর বাসস্ট্যান্ডএলাকার এর জে বি এ টাওয়ারের সামনে থেকে ছিনতাইকালে দুই ছিনতাই কারীকে আটক করেছে জনতা। বুধবার বিকাল তিনটার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রত্যক্ষ দর্শী চন্দ্রা এলাকার ব্যবসায়ী শহিদুল ইসলাম শব্দুল জানান উত্তর বঙ্গ হতে একটি বাস চন্দ্রা এসে থামে এ সময় যাত্রীরা নেমে যাচ্ছিল,ঐ ভিরের মধ্যে ৩০ বৎসর বয়সী একজন মহিলা যাত্রী তার কোলে শিশু বাচ্ছা ও আরেক কাধে ভ্যানিটি ব্যাগ সহ যখন গাড়ি থেকে নামছিল ঠিক তখনই বেশ কয়েকজন ছিনতাই কারী তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে সাথে সাথ ঐ মহিলা ঐ ছিনতাই কারীকে ধরে চিৎকার চেচামেচি করলে স্হানীয় লোকজন ছিনতাই কারীদের ধরে গন পিটুনি দেয়। এবং শহিদুলের দোকানে আটকে রাখে। ছিনতাই কারী হলো আরিফ হোসেন (২৫) পিতা মৃত তোতা মিয়া গ্রাম শিমুলতলী, কালিয়াকৈর জেলা গাজীপুর।অপর জন জাহিদুল পিতা- আনোয়ার হোসেন গ্রাম কুড়ি পাড়া মির্জাপুর টাঙ্গাইল বলে জানা যায়।এসময় ছিনতাই কারী ভবিষ্যতে আর কোন দিন ছিনতাই কাজ করবেনা বলে প্রতিজ্ঞা করলে স্থানীয়রা তাদের ছেড়ে দেয়।
Subscribe
Login
0 Comments
Oldest