গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ম্যাজিস্ট্রেট ও ছাত্রদের উপরে হামলার ঘটনায় বাজার ব্যবসায়ীদের বিচারের দাবিতে বুধবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র সমাজ ।
এসময় হামলাকারী ব্যবসায়ীদের অতি দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি করেন ছাত্র সমাজ । এসময় বক্তব্য রাখেন ছাত্র সমাজের পক্ষে সমন্বয়ক মহিন আহমেদ, রাতুল, আকাশ মিয়া, তুরন সরকার ,জিয়া আহসান,ইমাম হাসান,ইউসুফ আলী প্রমুখ ।
বক্তারা বলেন কালিয়াকৈর হামলার ঘটনায় বাজার ব্যবসায়ীদের বিচারের দাবিতে ছাত্র সমাজের বিক্ষোভ সকালে নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রনে মনিটরিং করতে আসে ভ্রাম্যমান আদালত ।
এসময় বাজারের কিছু অসাধু ব্যবসায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনারী সহাকারী কমিশনার ভূমি দিল আফরোজ ও প্রশাসনিক কর্মকর্তার সাথে থাকা ছাত্র জনতার উপর হামলা চালায় ।
আমরা এই অসাধু বাজার সিন্ডিকেটের ও হামলা কারীদের বিচার চাই ।তারা কি করে সাহস পায় একজন সরকারী র্কমর্কতার উপর হামলা করার ।আমরা তো সাধারন মানুষের কথা চিন্তা করেই তো বাজার মনিটরিং এর জন্য এসেছি ।তারা কেন আমাদের উপর হামলা করবে ।
নিশ্চই তারা অসাধু বাজার সিন্ডিকেট ন্যায্য মূল্য না রেখে দিগুন দামে জিনিসপত্র বিক্রি করবে ।যা সাধারন জনতার ক্রয় ক্ষমতার বাহিরে ।
এসময় বিক্ষোভ মিছিল টি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক সহ সফিপুর বাজার পদক্ষিন করে তানহা হাসপাতালের সামনে শেষ হয় ।
এসময় বাজার ব্যাবসায়ীদের ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় ।
উপজেলা নির্বাহী র্কমর্কতা কাউছার আহামেদ বলেন মঙ্গলবারে বাজার মনিটরিং এর সময় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ব্যবসায়ীদের হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি ।যদি ছাত্রদের উপরমলা হয়ে তাকে সে বিষয়ে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে বলবো ।