গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কলেজ রোড বাইপাশ এলাকায় গত বুধবার (৯ অক্টোবর) রাত দশটার দিকে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতানামা যুবক নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পড়নে ছিলো প্যান্ট ও সাদা শার্ট।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোড় হাইওয়ে পুলিশের (ওসি) রইছ উদ্দিন জানান, রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।