গাজীপুরের কালিয়াকৈরে ১ দফা দাবিতে ও কালিয়াকৈর নার্সিং ও মিটওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে বুধবার সকালে কর্মবিরতি পালন করেছে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের র্কমরত নার্সরা ।নাসিং ও মিটয়াইফারি অধিদপ্তরের মহা পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ মিটওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসরণর্পূবক উক্ত পদ গুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে পদায়নে এক দফা দাবিতে সর্বস্তরের নার্স ও মিটওয়াইফারিদের কর্মবিরতি চলছে।
সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ কর্মবিরতি পালন করায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের জরুরী সেবা কার্যক্রম ব্যহত হয়। এতে ভোগান্তিতে পড়েন হাসাপতালে চিকিৎসা দিতে আসা রোগীরা ও স্বজনরা।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের নার্সদের সূত্র জানায়, এক দফা দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে সারা দেশে এক যোগে কর্মসূচি চলমান আছে। নার্সিং ও মিটওয়াইফারি কাউন্সিল ও অধিদপ্তরে বর্তমানে নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের লোকজন কর্মরত। এসব লোককে অপসারণ করে সেখানে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে তারা পাঁচ ঘন্টার এই কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেয়া হবে।
উক্ত কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার ও সমন্বয়ক বিলকিস বেগম, সিনিয়র স্টাফ নার্স আনোয়ারা আক্তার, বিউটি আক্তার, রাজিয়া বেগম, শাকিলা খানম, নাজনীন আক্তার, আলেয়া আক্তার, সামেনা খাতুন প্রমুখ।