গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাসাকৈর গ্রামে দিনে প্রকাশ্যে এক কৃষকের গাছ লুট করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় জমির মালিক আইয়ুব আলী বাদী হয়ে ১২ জন ব্যক্তিকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, পাশ^বর্তী পদ্ম গ্রামের মোঃ সামু মিয়া (৭২), মোঃ শুকুর আলী (৫০), মোঃ রহিম মিয়া (৪৭), মোঃ আঃ কাদের (৪৪), নুর আলম (২০), ইমন হোসেন (১৯), মোঃ আকাশ (১৮), ছানোয়ার হোসেন (৪৮), আনোয়ার হোসেন (৪৫), মজিবর রহমান (৪৮), মোতালিব (৪৫) মোঃ সোহেলসহ (৩০) আরো অজ্ঞাত ১০-১২জন।
পুলিশ ও বাদীর অভিযোগে জানা যায়, বাসাকৈর মৌজায় আরএস খতিয়ান নং ১৭৬, আর এস দাগ নং ১৫২ এ ৬৮ শতাংশ জমি বাদীসহ ২ ভাই ৪ বোন মালিক হইয়া দীর্ঘ দিন যাবৎ ভোগ দখলে রয়েছেন। সেই জমিতে সেগুন গাছ বাগান গাছসহ বিভিন্ন ফলের বাগান করেন। গত ২৯ সেপ্টেম্বর পাশের পদ্ম গ্রামের সামু মিয়ার নেতৃত্বে জমিতে গিয়ে ৪টি মোটা সেগুন গাছ কেটে ট্রাকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে প্রতিবাদ করলে গাছ লুটকারীরা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার গাছ লুট করে নিয়ে দ্রুত চলে যায়।
অভিযোগকারী আইয়ুব আলী বলেন, ওই জমিটি আমরা গত ৭০ বছর ধরে রেকর্ডীয় মুলে ভোগ দখল করে আসছি। কিন্তু কি কারণে দূর্বৃত্তরা আমার দাবী গাছগুলো কেটে নিয়েয যায়। আমি আমার গাছ লুটকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।
তবে অভিযুক্ত সামু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে একটি খুদে বার্তা দেওয়া হলেও তিনি কোন উত্তর দেন নাই।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ যোবায়ের বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।