পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ এলাকায় সিনথিয়া প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড কাউন্সিল সারোয়ার হোসেন আকুল, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান এস এম খালিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ফুলকুড়ি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম তুষারী, জেনিথ পিয়েল স্কুলের প্রধান শিক্ষক মফিজুর রহমান, নায়েব আলী ও স্কুলের সকল শিক্ষার্থী শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
এ সময় বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নানা নির্দেশনা মূলক মূল্যবান বক্তব্য রাখেন।