পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে একটি নির্মানাধীন ভবনের ছাদে ইলেক্ট্রিক কাজ করতে গিয়ে ৩৩ কেবি ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে কামাল প্রমানিক (৪০) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের ৫নং ওয়ার্ড উলোসারা এলাকার সৌদি প্রবাসী শরীফ হোসেনের নির্মানাধীন ভবনের ছাদের ইলেকট্রিক লাইনের ওয়ারিংএর কাজ করতে গিয়ে ওই বিল্ডিংএর ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ কেবি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এ ঘটনা ঘটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শাহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত শ্রমীক হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলোরা গ্রামের মৃত আকছেদ প্রমানিকের ছেলে। সে উপজেলার বিশ্বাসপাড়া আবুল কালামের বাড়িতে স্বপরিবারে ভাড়া থেকে ইলেকট্রিক ওয়ারিংএর কাজ করতেন। তার স্ত্রী ও তিন পুত্র সন্তান রয়েছেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, শরিফ হোসেন প্রবাসী থাকায় ঐ বাসার দায়িত্বে ছিলেন, তার ভাতিজা নুর আলম। ঐ বিল্ডিংএর ছাদ ঢালাইয়ের কাজ হবে। এর আগে ছাদে ইলেকট্রিক ওয়ারিংএর কাজ চলছিলো। কিন্তু বিল্ডিংএর উপর দিয়ে ৩৩ কেবি বৈদ্যুতিক তার থাকায় কোন রকম নিরাপত্তা অবলম্বন না করেই ঘটনার পর দিন ৬ শ্রমিক কাজ করছিলেন। সকাল আনুমানিক ১০ টার দিকে কাজ চলাকালে হটাৎ করেই বিকট শব্দ হলে অন্যন্য শ্রমিকরা দেখেন কামাল প্রমানিক এর শরীরে তারের স্পর্শে তার শরীর জলসে গেছে।এসময় অন্যান্য শ্রমকিরা ভয়ে সেখান থেকে চলে যান। এসময় ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কালিয়াকৈর থানার পুলিশ দুপুর সাড়ে বাড়োটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠান। এ ঘটনার পর থেকেই বিল্ডিংএর দায়িত্বে থাকা নুর আলমের ফোনে একাদিক বার কল দিয়েও যোগাযোগ করা যায়নি।
এ ঘটনায় ৫নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন জানান, এই বিল্ডিংটি সরকারী নিয়ম না মেনেই নির্মাণ কাজ করছে এই বিল্ডিং মালিক। এছাড়ার ৩৩ কেবি বৈদ্যুতিক তার কোন রকম নিরাপত্তা সামগ্রী ব্যবহার না করেই শ্রমকিরা কাজ করছিলেন যার জন্য এ দূর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইন প্রশাসনকে জানানো হয়েছে তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন।
কালিয়াকৈর থানার ওসি এফএম নাসিম জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। বিল্ডিং মালিক নিয়ম না মেনেইে নির্মাণ কাজ করছিলেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।