পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ইটভাটায় ইট তৈরিতে অনিয়ম ও বৈধ কাগজপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকায়, ও অনুমোদনহীন স্থান থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ইট ভাটাকে ১০ লক্ষ টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার আটাবহ ইউনিয়নের দরবাড়িয়া এলাকায় ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এই অভিযান পরিচালনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ, উপজেলার শাহবাজপুর ভূমি অফিসার গিয়াস উদ্দিন, এসআই আফজাল হোসেনসহ আনসার সদস্যবৃন্দ।
জরিমানাকৃত ইট ভাটা গুলোর মধ্যে জে.আর.বি ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং সেই সাথে জে.আর.বি ইট ভাটার ম্যানেজার সোহেল রানাকে, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম জেল, এস.বি স্টার ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় ও ইট ভাটার মালিক নাসির উদ্দিন মন্ডলকে অনাদায়ে দুই মাসের জেল, এন.বি.এম ইট ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ইটভাটাকে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকীর বলেন, তিনটি ইট ভাটাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এদের কোন বৈধ কাগজপত্র, পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না থাকায় তিনটি ইট ভাটাকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।