কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় নির্বাচনী এলাকা ভিওিক ২য় পর্যায়ে বরাদ্দের চেক ও ঢেউ টিন বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হল রুমে এই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় মন্ত্রী মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ্যাড: আকম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম।
উপজেলা সমাজসেবা সেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতা, উপজেলা বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানসহ উপকার ভোগী ব্যক্তিবর্গ।