পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের দেওয়াইর গ্রামে গত ১৫ জানুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে মাস ব্যাপি চিনাইল পাগলধাম আশ্রমের মেলা। পৌষ সংক্রান্তির এই মেলা চলবে পৌষের মাসের ৩০ তারিখ পর্যন্ত মেলাটিকে ঘীরে ইতিমধ্যেই পাগল ধর্মের অনুশারীরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত আশেকানগণ আশ্রম প্রাঙ্গনে এসে হাজির হয়েছেন। নানা রকম আয়োজনের মাধ্যমে মেলা প্রাঙ্গন সাজিয়েছেন আশ্রমের কতৃপক্ষরা।
চিনাইল পাগলধাম বা কেশা পাগলার আশ্রমে মাস ব্যাপী পৌষ সংক্রান্তির মেলা সোমবারে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আশ্রম পরিচালনা কমিটি কোষাদক্ষ এস পলাশ সরকার। তিনি আরো জানান, প্রতিবছরের ন্যায় এবারও দেশ-বিদেশের ভক্ত অনুশারীরা আশ্রমে আসবেন। পৌষ সংক্রান্তির মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গনে নাগরদোলা, নৌকা দোলা, আসবাবপত্র, তৈজসপত্র, চুরিমালা, প্রশাধনী, বিন্নী-বাতাসা, খেলনা পুতুলসহ বাহারী পশরা সাজিয়ে বসেছেন দোকানীরা। মেলাকে কেন্দ্র করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও পাগলসহ বিভিন্ন ধর্মের লোকজনের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির সৃষ্টি হয়েছে।
কথিত আছে অনেক বছর আগে কেশব নামের এক পাগলের আগমন ঘটে এ গ্রামে কিন্তু এখানেই সাধনা করতেন। প্রতি বছরের পৌষের প্রথম দিন থেকে মেলার আয়োজন হতো। সে মেলায় ভারতসহ কয়েকটি দেশ থেকে কেশব ভক্তরা এ মেলায় এসে মাসব্যাপি সাধনাতন্ত্রে মগ্ন থাকতেন। কেশব পগলা সাধকের মৃত্যুর এখানেই তার সমাহিত করার পর এই সাধকের সমাধীকে ঘিরে সৃষ্ঠি হয় চিলাইন কেশব পাগলার মেলা যা প্রতিবছর অনুষ্ঠিত হয়। মেলা চলে পৌষ মাসব্যাপি।