পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে বুধবার(১৭ জানুয়ারি) একই দিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার গোয়ালবাথান এলাকা থেকে শৈলি সিং (১৬) নামের এক কিশোরী বিষ পানে আত্মহত্যা করে। সে সৈয়দপুর জেলার সদর উপজেলার বাশবাড়ী গ্রামের বাবু সিং এর মেয়ে। সে গোয়াল বাথান এলাকায় বড় বোন তৃষ্ণা সিং বাড়িতে বেড়াতে এসে ছিলেন।
অপর দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় রফিকুল ইসলাম (৩৮) নামের ইট নির্মাণ শ্রমিক ওয়াবদার হাই ভোল্টেজ লাইনের খুটির সাথে গলায় রশি পেচিঁয়ে আত্মহত্যা করেছেন। নিহত ইট নির্মাণ শ্রমিক হলেন, কুড়িগ্রামের উলিপুর উপজেলার গড়াগ্রামের জাবের উদ্দিনের ছেলে। নিহত ব্যক্তি ঐ এলাকায় স্বপরিবারে ভাড়া থেকে স্থানীয় একটি ইট প্রস্তুতকারীর শ্রমিকের কাজ করতেন। ঘটনার দিন ভোরে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ইট খলায় যায়নি। এদিকে কাজে যোগদান না করায় তার সহকর্মীরা বাড়িতে ফোন করে খোজ না পেয়ে ঐ ইটাখোলার আরেক শ্রমিক দেখে কাজের স্থান থেকে ৩০০ মিটার দূরে বিদ্যুতের খুটির সাথে লাশ ঝুলে আছে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এদিকে ঐদিন সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের খলিশাজানি গ্রামের মাছের খামারের পুকুর থেকে রাখাল চন্দ্র বর্মন (৫০) নামের প্রতিবন্ধির ভাস্যমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন, উপজেলার বগারপুর গ্রামের মৃত গৌরাঙ্গ বর্মনের ছেলে। সে কিছুটা মানসিক প্রতিবন্ধি ছিলেন। নিহতের পরিবার জানায়, সে প্রায় বাড়ি থেকে কাওকে কিছু না বলে চলে যেতেন। আবার ফিরেও আসতেন। এদিকে ঘটনার আগের দিন বিকালে বাড়ি থেকে বেড়িয়ে গেলে আর ফিরে আসেনি। বুধবার সকালে এলাকাবাসীর মাধম্যে জনতে পারে স্থানীয় শুকুর আলীর মাছের খামার পানিতে লাশ ভাসছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান বলেন, পৃথক স্থান থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শৈলি সিং এর লাশ তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। বাকি দুটি লাশের আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।