পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা আমতলী এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে সড়কে গাছ ফেলে দিপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পথরোধ করে তার হাত পা বেঁধে, তার ব্যবহৃত টিবিএস মেট্রো (ঢাকা-হ ৬৯৬৫৮৭) মোটর সাইকেল ছিনতাই করেছে দূর্বৃত্তরা। ঐ সাংবাদিকের ডাক চিৎকারে পরে আসে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে মোটর সাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে আসে পাশের বিভিন্নস্থানে খুজাখুঁজির পর কোন সন্ধান পাওয়া যায়নি মটরসাইকেল এর।
এদিকে স্থানীয়দের দাবী ডাকাতির উদ্দেশ্যেই সড়কে গাছ ফেলে এ ঘটনা ঘটাতে পারে ।এছাড়াও আরো একাদিক ঘটনা ঘটিয়েছে কিনা সেই ডাকাত দলের সদস্যরা।
স্থানীয়রা জানান, ঐ সাংবাদিক তার পেষাগত কাজ শেষে রাত সাড়ে দশটার দিকে নীজ বাড়ি উপজেরার মাঝুখান গ্রামে ফিরছিলেন পথিমধ্যে মাটিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০০ গজ পূর্বে আমতলী এলাকায় আসলে সড়কে বড় গাছ পরে থাকতে দেখে মোটর সাইকেল থামালে এসময় দুই পাশের বন থেকে ১০/১২ জনের অজ্ঞাতনামা কয়েকজন ব্যাক্তি এসে ঐ সাংবাদিকের হাত পা বেঁধে তার মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় তার ডাক চিৎকারে আসে পাশের মানুষ এসে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় কালিয়াকৈর মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আমরা গতকাল ঘটনা জানার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি ।ঘটনার তদন্তে আজকেও ঘটনাস্থলে পুলিশ আছে মটরসাইকেল উদ্ধারে পুলিশ অভিযান অব্যহত আছে।