পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ হিজলহাটি এলাকায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সামসুল আলমের ভাড়া বাসায় একটি বন্ধ কক্ষে বিলকিস বেগম (৬৫) নামের মহিলাকে নেশা দ্রব্য খাইয়ে গলার স্বর্নের চেইন, কানের দুল ও নগদ অর্থ লুট করেছে দূর্বৃত্তরা। ভুক্তভোগী মহিলা হলেন, উপজেলার আটাবহ ইউপির ২নং ওর্য়াডের মৃত লালু ব্যাপারীর স্ত্রী।
স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, হিজল হাটি এলাকার সামসুল আলমের বাড়িতে গতকাল বিকাল ৪ টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি রুম ভাড়া নেয়ার কথা বলে রুম দেখতে চায়। এদিকে বাড়ির মালিক সামসুল আলম তাদের ভোটার আইডি কার্ড চাইলে তারা রুম ভাড়া নিবে এই মর্মে ভোটার আইডি কার্ড আনতে যাচ্ছে বলে ঐ বাসা থেকে বের হয়ে চলে গেলে আর ফিরে আসেনি।
এদিকে রাত বারোটার দিকে ঐ ভাড়া নেয়া কক্ষে মহিলার ঘুমে নাক ডাকার শব্দে পাশের কক্ষের অন্যান্য ভাড়াটিয়া টের পেয়ে টিনের বেড়ার ফাক দিয়ে ঐ মহিলাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে তারাতারি করে ঘরের দরজার শিকল খুলে দেখে ভুক্তভোগী মহিলা ঘুমে অচেতন। এদিকে তাকে অনেক ডাকাডাকি করে সারাশব্দ না পেয়ে বাড়িওয়ালকে বিষয়টি জানানো হয়। ঐ কক্ষটি র্দীঘদিন যাবত ভাড়াটিয়া না থাকায় বন্ধ ছিলো।
পরে শুক্রবার সকালে ঐ মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সামসুল আলম বলেন, গতকাল বিকালে দুইজন অপরিচিত ব্যক্তি আমার কাছে কক্ষ ভাড়া নিতে চাইলে আমি তাদের কাছে ভোটার আইডি কার্ড চাই। কিন্তু তারা ভোটার আইডি কার্ড আনার কথা বলে চলে গেলে আর ফিরে আসেনি। আমরা ধারণা করছি রাতের যে কোন সময় তারাই মহিলাকে নেশা দ্রব্য খাইয়ে এই কক্ষে ফেলে রেখে যায়। বিষয়টি আমরা এলাকার চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়েছি। তারা এখন পর্যন্ত কোন খোজঁ খবর নেয়নি।
ভুক্তভোগী মহিলার ভাতিজা দুলাল মিয়া জানান, আমার ফুফু গতকাল সকালে বাসা থেকে বাড়ইপাড়া বাজারের উদ্দেশ্যে বাহির হয়ে আর বাসায় ফিরেনি। পরে অনেক জায়গায় খুঁজাখুঁজি করে আজকে সকালে জানতে পারি এ ঘটনা।
২নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে ঐ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি এবং বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে অবগত করেছি। বর্তমানে ঐ মহিলা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।