পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের পলানপাড়া এলাকায় সোমবার সকালে দশটার দিকে ইকলাস উদ্দিনের ভাড়া বাড়িতে একটি দধী তৈরি কারখানায় ইলেকট্রিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কারখানাসহ একটি কক্ষ। ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা।
এসময় খবর পেয়ে ঘটনাস্থলে কালিয়াকৈর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন সকাল দশটার দিকে অগ্নিকান্ডের খবর পাই কিন্তু আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত।