পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে একটি পোষাক তৈরি কারখানায় কর্মবিরতি রেখে আন্দোলন করেছে ওই কারখানার কর্মরত শ্রমিকরা।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার চন্দ্রাস্থ মাহমুদ জিন্স নামক তৈরি পোষাক কারখানায় এ শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও শিল্প পুলিশ সূত্র জানায়, গত জানুয়ারী মাসের বেতন শ্রমিকদের সর্ম্পুন পরিশোধ করার কথা থাকলেও সেখানে কারখানার শ্রমিকদের বেতন ৪০% প্রদান করে। এদিকে শ্রমিকরা এ বেতন বয়কট করে শনিবার সকালে কারখানা কতৃপক্ষের কাছে জানতে চায় বাকি ৬০ %বেতন কেন দেয়া হলোনা। এসময় কারখানা কতৃপক্ষ শ্রমিকদের কয়দিন পর বাকি ৬০% বেতন দেয়া হবে জানালে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকাল নয়টা থেকে কর্মবিরতী রেখে আন্দোলন করে। এসময় শ্রমিকরা কারখানার উর্ধ্বতন কর্মকর্তাদের অবরোধ্য করে রেখে কারখানার ভিতর অন্দোলন করে।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে আগামী ২২ ফেব্রুয়ারী বেতন পরিশোধ করা হবে মর্মে শ্রমিকরা আন্দোলন তুলে নেয়। কোন অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, শ্রমিকরা বকেয়া বেতদের দাবিতে সকাল থেকে আন্দোলন করছিলো, তাদেরকে মধ্যস্থতা কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বকেয়া বেতন আগামী ২২ ফেব্রুয়ারী পরিশোধ করা হবে।