পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ব্যাটারী চালিত দুই ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (৩০) নামের ইজিবাইক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন জুবায়েল (৩০) নামের আরেক চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
অপরদিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর গ্রামের একটি ময়লা ডুবা থেকে অজ্ঞাতনামা (২৫) যুবকের লাশ উদ্ধা করেছে কালিয়াকৈর থানা পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে দশটার দিকে উপজেলার সফিপুর আনসার একাডেমীর গোমতী টেক্সটাইল এর সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত চালক হলেন টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার ঠান্ডু মিয়ার ছেলে। সে বোর্ডমিল এলাকায় ভাড়া থেকে ব্যাটারী চালিত ইজিবাইক চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে নিহত স্বাধীন চন্দ্রা থেকে যাত্রী নিয়ে ইজিবাইক নিয়ে সফিপুর বাজার যাওয়ার পথে বিপরিত থেকে আসা ব্যাটারী চালিত মিশুকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে দুই চালক আহত হন। পরে দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে সফিপুর মডার্ণ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নাওজোর হাইওয়ে থানায় নেয় ও ঘটনাস্থল থেকে যানবাহন দুটি আটক করেছে পুলিশ। অপরদিকে ফুলবাড়িয়া এলাকার ময়লা ডুবা থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনো সনাক্ত হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহদাত হোসেন জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করা হয়েছে ও নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।