পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ইউপি মহিলা মেম্বারের বাড়িতে গভির রাতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি সাধন না হলেও আতঙ্কে রয়েছেন ওই পরিবারটি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১ টার দিকে উপজেলার বরাব দক্ষিণ পাড়া এলাকায় মহিলা মেম্বার আসমা আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মৌচাক ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১টায় কে বা কারা মহিলা মেম্বার আসমা আক্তারের বাড়ির মূল ফটক বাহির থেকে বন্ধ করে দেয়। পরে বাড়ির উত্তর পাশে থাকা গোয়াল ঘরের পাশের খরের গাদায় এবং বাড়ির পূর্ব পাশের দেওয়াল ঘেসে রাখা কাঠের লাকড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় আগুন গোয়াল ঘরে ছড়িয়ে পড়লে ভেরা ও ছাগলের চিৎকার চেচামেচি শুনে আসমা মেম্বার ঘরের জানালা দিয়ে দেখতে পান বাড়ির দুপাশে আগুন জলছে। এসময় তারা আগুন নিভাতে বের হতে গিয়ে দেখতে পান দুর্বৃত্তরা বাড়ির মূল ফটক বাহির থেকে বন্ধ করে রেখেছে। পরে মহিলা মেম্বার আসমা আক্তার ও তার পরিবারের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নেভায়।
ভুক্তভোগী মেম্বার আসমা আক্তার জানান, কে বা কারা আমার বাড়িতে আগুন দিয়েছে, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে এলাকার কয়েক জনের সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ চলছে। হতে পারে আতঙ্ক সৃষ্টি করতেই আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
৯ নং ওয়ার্ড মেম্বার শহিদুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী ওই মহিলা মেম্বারের বাড়ীর দু পাশে খুবই সূক্ষ্ম পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছিল। তবে অল্পতেই খোঁজ পাওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে বড় ধরনের ঘটনা ঘটতে পারতো।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, বিষয়টি আমার জানান নেই। তবে ভুক্তভোগীর অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।