পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্ব পাড়া বেকারি মোড় এলাকায় আনোয়ার হোসেন (৪৮) নামের এক ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করেছেন। নিহত যুবক হলেন উপজেলার বড়ই বাড়ি গ্রামের মোস্তফার ছেলে।
মঙ্গলবার বিকেলে পৌনে চারটার দিকে হারুনুর রশিদ এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই ব্যক্তি স্থানীয় একটি কারখানা শ্রমিকের কাজ করে। সে হারুনের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকেন। কয়েকদিন আগে অন্য একটা নারীর সাথে পরকীয়া সম্পর্ক হয়। পরে ঘটনাটি দুই পরিবারে জানাজানি হলে, এই নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। পরে ওই যুবক মঙ্গলবার বিকেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানার হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি তদন্ত সাব্বির রহমান জানান, প্রেম ঘটিত কারণে যুবক আত্মহত্যা করেছে এ ঘটনায় আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন।