পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সাহেদাবাদ এলাকায় গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারী) গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
চোরেরা ওই বাড়ীর ঘরে ঢুকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী আমেনা ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ওই দিন দিবাগত রাতে এক দল চোর বাড়িতে কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে প্রত্যেক রুমের তালা ভেঙে আলমারি ভেঙে আলমারির লকারে রাখা সাত ভরি স্বর্ণালংকার, কম্বল ও কিছু ইলেকট্রনিক্স এর মালামাল চুরি করে নিয়ে যায়।ঘটনার দুইদিন আগে ঐ অবসরপ্রাপ্ত সেনাসদস্য পরিবার সবাই আত্বীয় বাড়ি বেড়াতে গিয়েছিলেন। এ সময় ফাকা বাড়ি পেয়ে ডাকাতের দল এ ঘটনা ঘটায়।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।