পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ফুলঁকুড়ি কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এম তুষারীর সভাপতিত্বে উপজেলার সফিপুর পূর্ব পাড়া এলাকায় ফুলঁকুড়ি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জমিরউদ্দিন সরকার, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আকরাম হোসেন, সিনথিয়া প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো: শহিদুল ইসলাম শহিদ, বোর্ডমিল লাইফ কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ফজলুল হক, তানজিল মাহমুদ একাডেমী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুল্লাহ আসাদ, কালামপুর এস এইচ কিন্ডার গার্টেন অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম সহ স্কুলের সকল শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। পরে অত্র প্রতিষ্ঠানের এস এস সি ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও পরীক্ষার বিষয়ে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।