পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি
যুগান্তর স্বজন সমাবেশের গাজীপুর কালিয়াকৈর শাখার উদ্যোগে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার আন্দার মানিক আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলে ও বিকেলে কালিয়াকৈর প্রেস ক্লাবে যুগান্তরের ২৫ বছর পর্দাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে স্বজন সমাবেশের উদ্যোগে কেক কাটেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বজন সমাবেশ কালিয়াকৈর শাখার উপদেষ্ঠা সেলিম আজাদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, স্বজন সমাবেশ কালিয়াকৈর শাখার উপদেষ্ঠা ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীম। এ সময় বক্তব্য রাখেন, আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শোয়েব মৃধা, মৌচাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানোয়ার হোসেন মানিক, শিক্ষক মুফতারী চামেলী, হায়দার আলী, আবুল কাশেম, মোতালেব হোসেন প্রমুখ।
পরে বিকেলে কালিয়াকৈরে প্রেসক্লাবে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীর উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, সহ-সভাপতি এম তুষারী, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আলহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, অর্থ সম্পাদক কামাল হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক মাইনুল সিকদার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক স্বপন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া ও বিনোদন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সদস্য পুনম শাহরীয়ার ঋতু, সদস্য আবু সাইদ, সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।