পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দার মানিক আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলে দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে এ ক্রীড়া প্রতিযোগীতার উদ্ধোধন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
আব্দুল্লা মডেল পাবলিক স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরকার আব্দুল আলীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শোয়েব মৃধা, মৌচাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানোয়ার হোসেন মানিক, শিক্ষক মুফতারী চামেলী, হায়দার আলী, আবুল কাশেম, মোতালেব হোসেন প্রমুখ।
বুধবার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।