পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে চাঞ্চল্যকর ইমরান হোসেন শান্ত হত্যা মামলার মুল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার কৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও হত্যার কাজে ব্যবহৃত ছুড়ি উদ্ধার করে পুলিশ।
এ নিয়ে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে কালিয়াকৈর থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম এ নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ওসি জানান, ইমরান হোসেন শান্ত মৌচাক এলাকায় ভাড়া থেকে পূর্বানী ফ্রেব্রিক্স কারখানায় চাকুরি করতেন। ঘটনাার দিন সন্ধ্যায় তিনি গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে মৌচাক ভাড়া বাসা থেকে বাহির হয়ে চন্দ্রা এলাকার উড়ালসেতুর পূর্ব পাশে চন্দ্রা টু নবীনগর মহাড়কের সামনে ইমরান হোসেন শান্ত পৌছালে কয়েকজন অজ্ঞাত যুবক তার পথরোধ করে ধাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতারী কুপিয়ে আহত করে নিহতের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর আহত অবস্থায় ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই যুবকের মৃত্যু ঘটে। এ হত্যাকান্ডের ঘটনার পর বিভিন্ন পত্র পত্রিকায় নিহতের মৃত্যুর খবর ছবিসহ প্রকাশিত হলে দুইদিন পর নিহতের চাচা দেয়ান লিখন এসে নিহতের পরিচয় সনাক্ত করে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করে। এ হত্যাকান্ডের পর থেকইে ঘটনার সাথে জড়িত আসামীদের ধরতে পুলিশের চৌকুস একটি টিম মাঠে কাজ করছিলেন। এর ঘটনার ১৮ দিন পর তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত একজনকে আটক করে গাজীপুর জেল হাজতে পাঠায়। পরে আটককৃত ব্যক্তিদের আদালতে নিলে সেখানে হত্যাকান্ডের কথা শিকার করে। তার দেয়া তথ্যমতে অপর আরেকজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, নওঁগা সদর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে মাহাবুব হাসান বাধন (৩৫)। সে উপজেলার ডাইনকিনি এলাকার সোনামুদ্দিনের বাড়িতে বাড়া থাকতেন। অপরজন হলেন, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার এনায়েতপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে সোজন মিয়া ওরফে খোকন (২২)।
নিহত ওই যুবক হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বানিয়াকৈর গ্রামের মৃত হায়দার আলী প্রামানিকের ছেলে ইমরান হোসেন শান্ত (২৪) সে উপজেলার মৌচাক এলাকার পূর্বানী ফ্রেব্রিক্স কারখানার শ্রমিক ছিলেন।
উল্লেখ্য গত ১৮ জানুয়ারী সন্ধায় চন্দ্রা এলাকায় দূর্বৃত্তদের হামলায় ইমরান হোসেন শান্ত নিহত হন। সে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মৌচাক ভাড়া বাসা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হয়। এদিকে ঘটনার দুইদিন পেড়িয়ে গেলে কোথাও শান্তর সন্ধ্যান পায়নি। পরবর্তীতে যথাসময়ে বাড়িতে না পৌঁছাইলে তাহার মোবাইল একদিক বার কল করেও ফোন বন্ধ পাওযা যায়।
এদিকে বিভিন্ন স্থানে আত্বীয় স্বজনরা খোঁজাখুঁজির পরে গত ২০ জানুয়ারী সকালে পূর্বানী ফেব্রিক্স লিঃ এর এডমিন ম্যানেজার রকিবুল ইসলাম মিডিয়াতে নিহতের ছবি সম্বলিত সংবাদ দেখে নিহতের চাচাকে ফোন করে ইমরান হোসেন শান্তর মৃত্যুর খবর নিশ্চিত করে এবং তাহার লাশ কালিয়াকৈর থানা হেফাজতে আছে বলে জানান।
সংবাদ পেয়ে নিহতের চাচা দেয়ান লিখন ও আবু বক্কর সিদ্দিক মেম্বার, ভাতিজি জামাই শহিদুল ইসলামসহ অন্যান্য লোকজন কালিয়াকৈর থানায় আসিয়া জানিতে পারেন কালিয়াকৈর থানা পুলিশ অজ্ঞাতনামা হিসাবে বাদীর ভাতিজার লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছেন।
ঘটনার দিনই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।তবে নিহতের সাথে কোন পরিচয়পত্র না থাকায় পুলিশ তাৎক্ষনিক পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর থেকেই সত্য উদঘাটনে পুলিশ তৎপর ছিলেন।