পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। নতুন বছরে বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।
জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। সহকারী শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিন মিয়ার সঞ্চালনায় বই উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা।
পরে প্রধান অতিথির হাত থেকে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই হাতে তুলে দিয়ে বই উৎসব – ২০২৪ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি নতুন বই এবং নতুন কারিকুলামের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস সবাইকে নতুন বৎসরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্বাগতম বক্তব্য প্রদান করেন ।