পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
সারাদেশে মতো গাজীপুরের কালিয়াকৈরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি) সকালে কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মাদ হাই জকী, বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাশ ও নাচ গান করেন। উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১২২টি স্কুলে এক যুগে ২৭ হাজার শিক্ষার্থী মধ্যে বই বিতরণ করা হচ্ছে ।বে সরকারি (কিন্ডার গার্ডেন) ২৮৫টি স্কুলে প্রায় ৪৫ হাজার বই বিতরণ করা হচ্ছে।