পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ১ আসনে নৌকার প্রার্থীর পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা পাশা গেইট এলাকায় ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হাজী আদম আলীর সভাপতিত্বে ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: সানোয়ার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসনের নৌাকা প্রার্থী মোজাম্মেল হক এমপির কন্যা অধ্যাপিকা রত্না আক্তার।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, জেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ আরো অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন, আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীরা।