পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি:
ছেলের বাসায় বেড়াতে এসে নিজ ছেলের হাতেই নির্মম ভাবে খুনের শিকার হলেন বৃদ্ধ বাবা মো: মোজাফ্ফর হোসেন আনু (৬০)।
গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মুন্সির টেক এলাকার শওকত হোসেনের ভাড়া বাড়ির তিন তলার কক্ষে এ ঘটনা ঘটে ।নিহত বৃদ্ধ হলেন গাইবান্ধার গোবিন্দগজ্ঞ উপজেলার বেউর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত হলেন, তারই ঘাতক সেজু ছেলে সোহেল রানা (২৭) সে শওকত হোসেনের বাড়ির তিন তলায় ভাড়া থেকে স্থানীয় এপেক্স লেনজ্ঝারী কারখানায় ডাইং সেকশনে চাকুরীর পাশাপাশী পড়পশোনা করেন। এ ঘটনার পর থেকেই ঘাতক সোহেল পলাতক রয়েছেন।
স্থানীয়রা, নিহতের পরিবার, পুলিশ সূত্র জানায়, এ বাসায় ঘাতক সোহেল ও তার বড় বোন মিনি আক্তার বাড়া থাকেন দুই সপ্তাহ আগে পিতা মোজাফফর হোসেন ছেলের বাসায় বেড়াতে আসে। এদিকে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোহেল বাসায় এসে কক্ষের দরজা আটকিয়ে তার নিজ পিতাকে র্নিমভাবে রড দিয়ে পিটিয়ে ও বটি দা নিয়ে এলোপাতারী কুপিয়ে আহত করে। এসময় আহত পিতার ডাক চিতকারে আসে পাশের লোকজন ছুটে আসলে ঘাতক সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় সেহেলের বোন বাসায় ছিলেন না। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় ঐ বৃদ্ধকে উদ্ধার করে শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসাপাতালে নিলে সেখানকার র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করে। এ ঘটনায় নিহতের মেজু ছেলে আপেল হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের মেজু মেয়ে মিনি আক্তার (৩০) এ ঘটনার বিষয়ে বলেন আমারা দুই ভাই বোন এখানে ভাড়া থেকে আমরা স্থানীয় কারখানায় চাকুরী করি দুই সপ্তাহ আগে আমার বাবা আমাদের বাসায় বেড়াতে আসে। আমাদের কোন পারিবারিক ঝগড়া নেই কিন্তু আমার ভাই কেন এ ঘটনা ঘটালো বুঝতে পারছিনা সে খুব ভালো ছেলে। সে চাকরীর পাশাপশি এমএ পরাশোনা করছে।
তিনি আরো বলেন গত ছয় মাস আগে আমার ভাই সোহেল বিয়ে করেছে। তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকে। আমার ভাই কেন এমন কান্ড ঘটালো বুজতে পারছিনা।
এ ঘটনায় কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান জানান লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আপেল মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।অভিযুক্ত ছেলেকে গ্রেফতারে অভিযান অব্যহত আছে।