পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কবি আইয়ুব রানা রচিত গ্রন্থ শোককাব্য এর পাঠ আলোচনা ও তার সম্পাদনায় প্রকাশিত অর্ধ সপ্তাহিক সুবানীর অনলাইন ভার্সন সুবানীর টিভি লাইভ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ আগষ্ট)সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে ও অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদীর সঞ্চালনায় গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডিউবির উপাচার্য বরেন্য শিক্ষাবিদ অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, নির্বাহী সদস্য সরকার আবদুল আলীম সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক কবি এম তুষারী, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।