পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ হল রুমে শনিবার (৫ আগষ্ট) সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ , কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে জন্মবার্ষিকী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুস সাত্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো: হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রহমতউল্লাহ, পল্লী বিদুৎ এর চন্দ্রা জোনালের ডিজিএম মো: কামাল হোসেন, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে উপজেলা যুব উন্নয়ন এর উদ্যোগে বিভিন্ন ফলজ্ব,ঔষধী ও বনজ্ব গাছের চারা ও অনুদানের চেক বিতরণ করা হয়।