পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকা থেকে মঙ্গলবার (১ আগষ্ট) রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মেসার্স স্বপ্ন ফিলিং ষ্টেশন এর সামনে থেকে ২৯২ বোতল ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরা র্যাব ১ এর একটি অভিযানিক দল।
ঐ এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে র্যাব ১ চেকপোষ্ট বসিয়ে তাদের গ্রেফতার করে ।পরে কালিয়াকৈর থানায় তাদের হস্তান্তর করলে বুধবার (২ আগষ্ট) দুপুরে গাজীপুর জেল হাজতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন রংপুরের লোকমান হোসেনের ছেলে মোঃ শামীম মিয়া (২২), বাটুল মিয়ার ছেলে মোঃ আইনুল হক (২২) ও লাল মিয়ার ছেলে মোঃ মুকুল মিয়া (২০)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৯২ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক, ০৩ টি মোবাইল ফোন, ০৩ টি সীম কার্ড এবং নগদ ৬৭০ টাকা উদ্ধার করে র্যাব-১।
এ বিষয় টি র্যাবের ১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: পারভেজ রানা সাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ।