পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাত্তার গেইট রফিক স্বরনী এলাকা থেকে শনিবার (২৯ জুলাই) সকালে ছয়তালা ভবন থেকে কুলসুম বেগম (২১) নামের গার্মেন্স কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
নিহত ঐ নারী জামালপুর জেলার সড়িষাবাড়ি উপজেলার বাউসি চন্দ্রপুর গ্রামের বোরহান হোসেন হৃদয়ের দ্বিতীয় স্ত্রী ও বগুড়া জেলার সোনাতলা উপজেলার দিঘীরপাড়া গ্রামের মৃত গুলজার মিয়ার মেয়ে।তার স্বামীর বড় স্ত্রীর ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। সে উপজেলার সাত্তার গেইট রফিক স্বরনী এলাকার আজিদুর রশিদের ছয়তলা ভবনের চারতলার একটি ফ্লাটে ভাড়া থেকে স্থানীয় লিবার্ডি কারখানায় চাকুরী করতেন। নিহতের স্বামী বোরহান স্থানীয় ইকোটেক্স কারখানার নিরাপত্তার্কমী।
স্থানীয় ও নিহতের পরিবার ও পুলিশ সুত্র জানায় বোরহানের সাথে প্রেমের সর্ম্পকে পাচঁ মাস আগে কুলসুমের সাথে বিয়ে হয় ।বিয়ের পর থেকেই তাদের মাঝে পারিবারিক কলহ লেগেই ছিলো এবং কি প্রায় সময় বোরহান তার স্ত্রীকে মারধোর করতো ।বোরহানের প্রথম স্ত্রী ও একটি মেয়ে সন্তান রয়েছে। নিহত কুলসুমের আগে একটি বিয়ে হয়েছিলো। দুই স্ত্রী একই এলাকায় ভাড়া থাকে এদিকে বড় ুস্ত্রীর বাসায় বেশির ভাগ সময় কাটাতো বোরহান এদিকে ছোট স্ত্রী কুলসুম এর বাসায় কম যাতায়াত করার কারনে প্রায় সময় জগড়া লেগেই থাকতো। ৪ দিন আগে স্বামীর সাথে নিহতের জগড়া হয় ।এদিকে জগড়ার রেশ ধরে খ তার বোন কারখানায় অনুউপস্থিত পরে সকালে ঐ নাড়ি কারখানায় না যাওয়ায় তার বোন কারখানা থেকে ছুটি নিয়ে বাসায় এসে দেখে দরজা ভিতর থেকে আটকানো পরে জানালার উপর দিয়ে দেখে ঐ নারী গ্রীলের সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে কক্ষের দরজা ভেঙ্গে ঐ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের বোন রুপালী আক্তার বলেন আমার বোনের সাথে ৫ মাস আগে প্রেম করে তারা নিজেরাই বিয়ে করে কিন্তু বিয়ের পর থেকে আমার বোনকে মারধর করতো কোন সংসার খরচ দিতোনা। আমার বোন জামাইয়ের আগের বউ ও সন্তান আছে। চারদিন আগে আমার বোনের শনিবার রাতে যে কোন সময় জানালার গ্রীলের সাথে গলার উড়না পেচিয়ে আত্মহত্যা করে। নিহতের বড় বোন একই কারখানার চাকরী করায় অফিসে গিয়ে দেখে ঝগড়া হয় আমার বোন আমাকে ফোন করে জানায় তাকে অনেক মারধর করেছে। চারদিন ধরে আমার বোন কোন খাবার খায়না। সকালে অফিসে গিয়ে দেখি আমার বোন যায়নি ফোন করেও না পেয়ে বাসায় এসে দেখি আত্মহত্যা করেছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানার এস আই জামিলুর রহমান বলেন, খবর পেয়ে ঐ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক করহের জেরে আত্মহত্যা করেছে। তবে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছ্ড়াাই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।