পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগাম্বর এলাকায় গত দুই দিনে বাসুদেব চন্দ্র সরকার নামের এক কৃষকের চারটি গরুর রহস্য জনক মৃত্যুও ঘটনা ঘটেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এ ঘটনায় ঐ এলাকার অন্যান্য কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ৩ টি বড় গাভী ও শুক্রবার সকালে ১টি ষাঁড় মৃত্যু হয়েছে।
এই অবস্থায় মহাদেব চন্দ্র সরকার জানান, প্রতিদিনের মতনই আমার বড় ভাই সকালে গরুকে ঘাস ও কুড়া খায়িয়ে যায়। হঠাৎ দেখে ৯টি গরু মধ্যে তিনটি গরু ঝুমাচ্ছে। তার প্রায় একঘন্টার মধ্যে তিনটি গরু মৃত্যু হয়েছে ও শুক্রবার সকালে একটি ষাঁড় মৃত্যু হয়।
স্থানীয় লোকজন বলেন, মোট চারটি গরু মৃত্যু হয়েছে। গরুর মূল্য অনেক।তবে কারো শত্রুতার জেরে এমন হয়নি। অতিরিক্ত গরমে গরুর খাদ্য বেশি খাওয়ানোর জন্য এমন অবস্থা হয়েছে অনেকে মনে করেন।
উপজেলা প্রানী সম্পদের উপসহকারী মনছুর রহমান জানান, অতিরিক্ত গরমে গরুকে কাঁঠাল ও কুড়া ভূষি, ঘাস খাওয়ানোর ফলে গরুর ফুট পয়জনিং হইছে। যার কারনে গরুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।