পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শাপলা বেডিং নামে একটি আবাসিক হোটেল সোমবার (১৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে নারী পুরুষ সহ ৯ জনকে আটক ও আবাসিক হোটেলটিকে সিলগালা করা হয়েছে । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেষ্ট্রিটেড অনিন্দ্য গুহ এর নেতৃত্বে এ ভ্রাম্মমান আদালত অভিযান পরিচালিত হয়।
স্থানীয়রা ও প্রশাসন সূত্র জানায়, ঐ দিন দুপুরে চন্দ্রা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই হোটেলে অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত ৬ নারী দেহ ব্যবসায়ীকে আটক করে। খদ্দের হয়ে আসা ৩ পুরুষকে আপত্তিকর অবস্থায় পেলে তাদেরকেও আটক করা হয়। এদিকে অভিযানের সময় হোটলের মালিক ও ম্যানেজার ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। এ সময় ৬জন পতিতাসহ ৯জনকে আটক করে আবাসিক হোটেল সিলগালা করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ বলেন, দীর্ঘদিন ধরে শাপলা বেডিং নামে আবাসিক হোটেলে বিভিন্ন বয়সের নারীদের দিয়ে দেহ ব্যবসা করানো হয় এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে অভিয়ান চালানো হয়। এসময় হোটেলের কক্ষ থেকে ৬ নারী ৩ পুরুষ আটক করে থানা হাজতে প্রেরণ করা হয়েছে । থানা পুলিশ এদেরকে নিয়মিত মামলার আওতায় এনে মামলা দায়ের করবে। পরে ভ্রাম্যমাণআদালতে ওই অবৈধ আবাসিক হোটেল সিলগালা করে দেয়া হয়েছে। তবে ঘটনাস্থলে হোটেল মালিক পক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি।