পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে চাপাইর ব্রীজ এলাকা ও সাহেব বাজার এলাকায় অবৈধ টোল আদায়ের সময় শনিবার দুপুরের পুলিশ অভিযান চালিয়ে ইমরান হোসেন চৌধুরি (২৫) নামের যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ঐ ব্যক্তি হলো, উপজেলার বড়ইতলী গ্রামের মো: মোশারফ হোসেন চৌধুরির ছেলে।
সে স্থানীয় জসিম উদ্দিন নামের কে ব্যক্তির নিয়োগপ্রাপ্ত হয়ে প্রতিদিন শত শত যানবাহন থেকে প্রতিদিন অবৈধভাবে টোল আদায় করে আসছিল। পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের হাজির করে পুলিশ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত যুবককে দুই মাসের বিনাশ্রম কারা দন্ড দেন।
পুলিশ সদস্যরা জানান, গ্রেপ্তারকৃত যুবককে পুলিশের হেফাজতে রেখে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
কালিয়াকৈর থানার এসআই মোস্তাফা জামান আরিফ বলেন, কবর পেয়ে দুপুরের দিকে চাপাইর ব্রীজের কাছ থেকে অবৈধ টোল আদায়কালে ইমরানকে গ্রেপ্তার করি। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে আদালত দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। রোববার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল পাঠানো হবে।
উল্লেখ্য- কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে দুরপাল্লাসহ লোকাল কোন ভারি যানবাহন চলাচল করলেই টোল দিতে হয় পৌর বাসটার্মিনালের ইজারাদার জসিম উদ্দিনকে। পৌর টার্মিনাল এলাকা ছাড়া চলমান কোন যানবাহনের কাছ থেকে টোল আদায় করতে পারবেন না বলে পৌর কর্তৃপক্ষ ইজারাদার জসিম উদ্দিনের নামে গত মে মাসে একটি অভিযোগ দেন পৌর কর্তৃপক্ষ। এই সড়কে টোল আদায়ের বিষয়টি খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপির দরবার পর্যন্ত পৌছায়। গত জুন মাসে টোল আদায় বন্ধের দাবীতে উপজেলার চাপাইর গ্রামের শতাধিক গ্রামবাসী মন্ত্রীর কাছে নালিশ করেন। কিন্তু টোল আদায়ের বিষয়টি অজ্ঞাত কারণে চেপে যান পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
কালিয়াকৈর বাসষ্টেশন এলাকা থেকে কালিয়াকৈর হয়ে ফুলবাড়িয়া দিয়ে শ্রীপুরের মাওনা আঞ্চলিক সড়কের মাত্র এক থেকে দেড়শত গজ উত্তরে ইজারার টোল বসানো হয়েছে। সেই টোল চৌকি থেকে আরো একশত গজ উত্তরে চাপাই ব্রীজ রয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহগামী দুই থেকে তিন শতাধিক মালামাল বহনকারী ট্রাক, পিকআপ, লড়ি কাভার্ডভ্যান চলাচল করছে।
সেইসব চলমান যানবাহন থেকে টোল আদায়ে পৌর ইজারাদার চুক্তিতে নিষেধ থাকলেও প্রতি যানবাহন থেকে একশত টাকা করে টোল আদায় করার সত্যতা মিলে।