পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় মঙ্গলবার (১১ জুলাই) সকালে আব্দুর রাজ্জাক ( ৬০) নামের এক নিরাপত্তা কর্মী আট তলা ভবনের ছাত্রীকে পড়ে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার রাম বাহার গ্রামের নজর আলীর ছেলে
নিহত রাজ্জাক উপজেলার পাশা গেইট এলাকায় আবেদ আলীর বাড়িতে তার মেয়ের জামাই আমজাদ হোসেন সাথে একই কক্ষে ভাড়া থেকে হরিণঘাটি এলাকার জিল্লুর রহমানের ৮ তলা বাড়ির সিকিউরিটি গার্ডের চাকরি করেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানাই মঙ্গলবার সকাল ১১ টার দিকে রাজ্জাক আটতলা ভবনের ছাদে উঠেন হঠাৎ ছাদ থেকে কিছু পড়ার শব্দ পেয়ে ওই বাড়ির মানুষ বাহিরে এসে দেখেন সিকিউরিটি গার্ড আব্দুর রাজ্জাকের দেহ নিচে পড়ে আছে তবে কি কারণে ছাদে উঠেছিলেন আর কিভাবে পড়ে মারা গেলে কেউ বলতে পারেনি। তিনি জিল্লুর রহমানের আটতলা ভবনের গত সাত বছর যাবত নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কালিগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের মেয়ের জামাই আমজাদ হোসেন বলেন সকালে এক সাথে নাস্তা করে একসাথে কাজে চলে যাই পরে বিকালে শুনতে পাই বাড়ির ছাদ থেকে পড়ে আমার শশুর মারা গেছেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই জামিলুর রহমান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা তবে তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানাযাবে।