পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজাডেক এলাকায় সোমবার (১০ জুলাই)ভোরে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায় ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী টু ঢাকা গামি ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়। তবে তার পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ। নিহতের মাথা, হাত, পা সহ চার টুকরা হয়ে যায়। নিহতের পরনে আলখাল্লা ধরনের পোশাক থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এ ঘটনায় গাজীপুর জি আর পি পুলিশ ঘটনাস্থলে এখনো পৌঁছায়নি।
কালামপুর এলাকায় ট্রেনের গেইট ম্যান আবুল কালাম আজাদ বলেন রাত আনুমানিক দুইটার দিকে একটা মালগাড়ি ট্রেন ঢাকা থেকে রাজশাহী দিকে গিয়ে ছে আবার ভোর চারটার দিকে রাজশাহী থেকে ঢাকার দিকে ধুমকেতু এক্সপ্রেস ট্রেন গিয়েছে ধারণা করা হচ্ছে এই দুইটি ট্রেনের যে কোন একটিতে কাটা পড়ে মৃত্যু হতে পারে।