পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি শানাইদার পাড়া এলাকা থেকে শনিবার (৮ জুলাই) বিকেলে দুই কেজি গাজাসহ ছক্কেল মিয়া (৩১) নামের মাদক কারবারীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
আটককৃত ঐ মাদক কারবারী হলেন,উপজেলার বলিয়াদি শানাইদার পাড়া এলাকার মৃত জীবন আলীর ছেলে পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার বলিয়াদি শানাইদার পাড়া এলাকায় শনিবার দুপুরে গাঁজা বিক্রির সময় এলাকাবাসী মাদক কারবারী ছক্কেল মিয়কে দুই কেজি গাজা সহ হাতনাতে আটক করে পলিশে খবর দেয়।পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক এস আই রাফসান মোল্লা ঘটনাস্থল থেকে ২ কেজি গাজাসহ ঐ মাদক কারবারীকে আটক করে থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক এস আই রাফসান মোল্লা জানান,গাজা সহ মাদক কারবারী ছক্কেল মিয়াকে আটক করা হয়েছে এবিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়ধীন।তবে উদ্ধারকৃত গাজার পরিমান দেড় কেজি হতে পারে।যেহেতু গাজাগুলো ভেজা অবস্থায় উদ্ধার করা হয়েছে তাই ওজন দুই কেজির মত হয়েছে।